ফরাসি লিগে সহজ জয় পেল প্যারি সাঁজাঁ। অ্যাওয়ে ম্যাচে তারা ৪-০ গোলে হারাল সঁ এতিয়েনকে। জোড়া গোল কিলিয়ান এমবাপের। এছাড়া স্কোরশিটে নাম উঠেছে নেইমার ও মাওরো ইকার্ডির। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে এবারও খেতাবের দৌড়ে বাকিদের অনেকটাই পিছনে ফেলেছে পিএসজি। প্রথমার্ধের ২৫ মিনিটে সঁ এতিয়েনের আহোলু লাল কার্ড দেখায় আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নেন এমবাপেরা।
তবে নবম মিনিটেই নেইমারের গোলে কাঙ্ক্ষিত লিড নিয়েছিল পিএসজি। এরপর এমবাপের লক্ষ্যভেদ অফ-সাইডের কারণে বাতিল হয়। বিরতির অব্যবহিত আগে নেইমারের পাস থেকে ব্যবধান বাড়ান এমবাপে। বিরতির পরেও পিএসজি’র আধিপত্য ছিল সংশয়াতীত। ৬২ মিনিটে পেনাল্টি নষ্ট করেন নেইমার। তাঁর স্পটকিক পোস্টে প্রতিহত হয়। এর মিনিট দশেক পরে দলের তৃতীয় গোল ইকার্ডির। শেষপর্বে নেইমারের বাড়ানো বল থেকে বিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন এমবাপে। এই জুটির উপরেই ভরসা করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন প্যারি সাঁজাঁ’র অনুরাগীরা।