নতুন বছরেই ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নামছে অস্ট্রেলিয়া। সেই তিন ম্যাচের একদিনের সিরিজে লড়াইয়ে নামার আগে দলে বড়সড় পরিবর্তন ঘটাল অস্ট্রেলিয়া। বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও মানসিক সমস্যা কাটিয়ে উঠে এখন তিনি খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
প্রকৃতপক্ষে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপে খেলা দলের থেকে অনেকটাই বদলে গেল অজিদের ১৪ জনের এই স্কোয়াড। টেস্টে ফর্মে থাকা মার্নাস লাবুশানে এলেন স্কোয়াডে। গ্লেন ম্যাক্সওয়েল ছাড়াও বাদ পড়লেন মার্কাস স্টোয়নিস, উসমান খাওয়াজা, শন মার্শ, নেথান লিয়ন, নেথান কুল্টার-নাইল। চোটের জন্য দলে নেই পেসার জেসন বেহরেনডর্ফ। তবে স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা যথারীতি রয়েছেন দলে।
এই মুহূর্তে টেস্টে দুরন্ত ফর্মে রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান লাবুশানে। টেস্টে আইসিসির র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে উঠে এসেছেন তিনি। সেই কারণেই ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটাবেন তিনি। ভারতে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের দায়িত্বে রয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার। তা ছাড়া প্রয়োজনে অ্যাশটন টার্নার ও লাবুশানেও হাত ঘোরাবেন। পেস বোলিংয়ে ফিরেছেন জোশ হ্যাজলেউড ও শন অ্যাবট।
অস্ট্রেলিয়ার ১৪ জনের দল – অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স কারে (সহ-অধিনায়ক), প্যাট কামিংস (সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যাজলেউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।