একটাই শ্লোগান, ‘নো এনআরসি, নো ক্যাব’। এই স্লোগান নিয়েই লড়াই চালাচ্ছে রাজ্যের শাসকদল। কিন্তু এই আন্দোলনে পাশে নেই বলিউড কিংবা ক্রীড়াজগৎ-এর তাবড় মুখেরা। এবার সেই ঘটনাকেই গতকাল কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি টুইট করে জানিয়েছেন, ”আইকন, রোল মডেল কিংবা অনুপ্রেরণা প্রদানকারী খেলোয়াড় ও বলিউড তারকারা নেই এই প্রতিবাদে। দেশে আগুন জ্বলছে যে আইনটি নিয়ে সেটাতেও মুখ খুলতে দেখা যায়নি কাউকে। মাত্র কয়েকজন তারকারা এই বিষয়ে মুখ খুলেছেন। এটা দেখেই আমাদের চিন্তা করা উচিত এরপর সেই সমস্ত অভিনেতা বা খেলোয়াড়দের সিনেমা কিংবা খেলার টিকিট লাইনে দাঁড়িয়ে কাটব কিনা।”
বিশেষজ্ঞ মহলের ধারণা অভিষেক তাঁর টুইটের মাধ্যমে তারকা কিংবা খেলোয়াড়দের উদ্দেশ্যে এই আইনের কিংবা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। গতকালের মতো এদিনও রাজপথে এনআরসি ও ক্যাব লাগুর প্রতিবাদে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্যাব পাশ হওয়ার পর থেকেই আসাম থেকে ত্রিপুরা বাংলা থেকে দিল্লী আন্দোলন চলছেই। কোথাও গণতান্ত্রিক ও কোথাও অগণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলছেই। এদিকে পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরেই হিংসাত্মক আন্দোলন হলেও, রাজ্য সরকার বারবার বার্তা দিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলন করতে ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে।
ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যাতে বজায় থাকে শান্তির আবহ এবং সংখ্যালঘু মানুষেদের যাতে কেউ ভুল না বোঝাতে পারে জন্য আগামীকাল মেটিয়াবুরুজে সভা করবেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল বিকেল ৪টে নাগাদ মেটিয়াবুরুজপর বটতলায় সভা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ।