দিল্লী এবং মুম্বাই পুরসভার পর এবার কলকাতা পুরসভাও বিশ্ব ব্যাঙ্কের ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এর তালিকায় ঢুকে পড়ল। কিন্তু ইজ অব ডুয়িং বিজনেসের শর্ত কি? কলকাতা পুরসভা সূত্রের খবর, শহরে বাড়ি নির্মাণ, ব্যবসার লাইসেন্স, মিউটেশন-সহ বিভিন্ন ধরনের অনুমোদন আবেদনের ১৫ থেকে ৩০ দিনের মধ্যে দিতে হবে। মেট্রোপলিটন সিটির বাসিন্দাদের অযথা হয়রান করা চলবে না। এই শর্ত পূরণের পরিকাঠামো থাকলে তবেই বিশ্ব ব্যাঙ্কের সম্মান মেলে।
মেয়র ফিরহাদ হাকিম জানান, “ইজ অব ডুয়িং বিজনেস’ তালিকায় ঠাঁই পাওয়ার পরে এ বার বিশ্ব ব্যাঙ্কের ওই শর্ত মেনে চলতে হবে কলকাতা পুরসভাকে। সোমবার সেই লক্ষ্যেই জরুরি বৈঠক ডাকেন পুর কমিশনার খলিল আহমেদ। বৈঠক হওয়ার কথা ছিল পুর ভবনে। পরে তা মহাকরণের রোটান্ডায় করা হয়।
বৈঠকে পুরসভার কাজের সঙ্গে যুক্ত রাজ্য এবং কেন্দ্রের একাধিক দফতরের কর্তাদেরও ডাকা হয়। পুরসভার এক আধিকারিক জানান, শহরের বহু বাসিন্দাই সময়ে মিউটেশন না হওয়া নিয়ে অভিযোগ করেন। অনেকে বাড়ির নকশা অনুমোদন ঘিরে টালবাহানার কথাও তোলেন।
মেয়র বৈঠকে জানান, “কাজ আটকে রাখা যাবে না। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে নির্মাণের নকশা, লাইসেন্স ও মিউটেশন করে দিতে হবে। এর জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের যে সব দফতরের অনুমোদন লাগে, তাদের থেকে সেই কাজও দ্রুত করিয়ে নিতে হবে”।