রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। রাজ্যপাল জগদীপ ধনকরের দিকে বারবার সহযোগিতার হাত বাড়িয়েও কোনো লাভ হয়নি। সহযোগিতার বদলে রাজ্যপালের তরফ থেকে এসেছে বিরুদ্ধাচরণ। বারবার নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি। তেমনি ক্যাব পরবর্তী পরিস্থিতিতেও রাজ্যের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন রাজ্যপাল। সেই সংঘাতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তলব করেছেন রাজ্যপাল। আর সেই তলবের পরপরই রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মমতা কড়া ভাষায় লিখেছেন, ‘প্ররোচনা নয়, দয়া করে শান্তিরক্ষায় সহযোগিতা করুন। রাজ্য সরকারের সমালোচনামূলক আপনার বারবার বিবৃতি ও সংবাদমাধ্যমের বিকৃতিতে আমার খারাপ লাগছে।’
নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির বিষয়ে সমস্তকিছু জানতে মুখ্যসচিব ও ডিজিকে সোমবার সকালে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁরা যাননি। তাতে আরও ক্ষিপ্ত হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকেই তলব করলেন তিনি। এরপরই মমতা পালটা কড়া ভাষায় চিঠি দিলেন রাজ্যপালকে। তবে মঙ্গলবার তিনি রাজভবনে যাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।