দিল্লীতে জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি হামলার ভিডিও এখন ভাইরাল। এক পড়ুয়াকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে তাঁর ওপর বেদম লাঠিচার্জের ছবিও এখনও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। পুলিশি তাণ্ডবের বিতর্ক তো ছিলই, এবার আরও বিতর্ক বেড়েছে। কারণ এক ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে মিশে পড়ুয়াদের পেটাচ্ছে এক সাধারণ ব্যক্তিও! অনেকের অভিযোগ, ওই ব্যক্তি আসলে বিজেপি সমর্থক। গেরুয়া শিবিরের প্ররোচনাতেই এই কাজ হয়েছে।
পুলিশি অত্যাচারের এই ভিডিও নিজের টুইটার শেয়ার করেছেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।। তাঁর অভিযোগ, এই তাণ্ডব বিজেপি সমর্থকদের কাজ। এর আগে তিনি বিজেপির প্ররোচনায় পুলিশের বিরুদ্ধে বাসে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন। দিল্লীর জামিয়া মিলিয়ার পড়ুয়াদের দাবি, তাদের বদনাম করতে পুলিশ এই কাজ করছে। সিসোদিয়া ভিডিও শেয়ার করে বিজেপি বিরুদ্ধে তোপ দেগেছেন। এবার সাধারণ ব্যক্তির পড়ুয়াদের পেটানোর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে মনে করছেন ওই ব্যক্তি পুলিশেরই, তিনি সিভিলে ছিলেন। কিন্তু অন্য অংশের প্রশ্ন, সিভিল হলেই যে তিনি পুলিশ হবেন তার কোনও মানে নেই। যদি তিনি পুলিশ না হন তাহলে ওই ব্যক্তি কে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, এর আগেই দিল্লীতে বাসে আগুন ধরানোর ভিডিও শেয়ার করে সিসোদিয়ার বক্তব্য ছিল, বাসে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছে খোদ পুলিশ! দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, তারা স্বভাবতই দিল্লী সরকারের বিপক্ষে অমিত শাহকে রিপোর্ট দেবেন। যদিও মনীশ সিসোদিয়ার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে দিল্লীপুলিশ। তাদের দাবি, বাসে আগে থেকেই আগুন লেগেছিল, পুলিশ জল ঢেলে আগুন নেভানোরই চেষ্টা করছিল।