নাগরিকপঞ্জিকরণ আইন রাজ্যে মানা হবে না বলে আগেই হুঙ্কার দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নয়া সংযোজন এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ। সেই নিয়েও বিরোধী অবস্থান নিল রাজ্য সরকার। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আপাতত এনপিআর-এর কাজ বন্ধ রাখতে হবে। উল্লেখ্য, এনপিআর নিয়ম (২০০৩) অনুযায়ী, পাসপোর্ট বা ভিসা ছাড়া এদেশে এলে, তাকে নাগরিক হিসেবে ধরা হবে না। আর তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি হল বলে মনে করা হচ্ছে।
সোমবার দুপুরে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় কলকাতার রাস্তায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই নবান্নের অন্দরে এনপিআর-এর বিরোধিতায় নিয়েও গুঞ্জন তৈরি হচ্ছিল। সন্ধে হতেই তা একেবারে স্পষ্ট হয়ে গেল। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জনগণনা সংক্রান্ত বিভাগ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্যে জনসংখ্যা নিবন্ধীকরণের কাজ স্থগিত রাখতে হবে। এ বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার এবং প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। তাতে বলা হয়েছে, এনপিআর তৈরি বা সংশোধনের কাজ আপাতত বন্ধ থাকবে। রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।