মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের কুসুম্বা গ্রামে। সোমবার দুপুরে রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রী মামাবাড়ির ধানের গাদায় আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন পরিবারের লোকেরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবারের লোকেদের অভিযোগ, কেউ বা কারা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় জানিয়েছেন, চারটি গাদায় প্রায় ১২ বিঘা জমির ধান মজুত ছিল। আগ্নিকাণ্ডে প্রায় ১০০ ক্যুইন্টাল ধান পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে খড়। এই খড়েই বাড়ির গবাদিপশুর খোরাকি জোটে।
মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। তাঁর স্ত্রী রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। বাংলার বিভিন্ন জায়গায় গেরুয়া সন্ত্রাস চলছেই, এই ঘটনার সঙ্গেও কি জড়িয়ে আছে গেরুয়া শিবির? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।