ঘরের মাঠ অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে ‘ওল্ড লেডি অব তুরিন’এর হয়ে জোড়া গোল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ছাড়া স্কোরশিটে নাম তুলেছেন বোনুচ্চি। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে উদিনিজের হয়ে সান্ত্বনাসূচক লক্ষ্যভেদ পুসেত্তোর। রবিবার সিরি-এ’র ম্যাচে উদিনিজকে সহজেই হারাল জুভেন্তাস। এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করল জুভেন্তাস। লিগের গত দু’টি ম্যাচে জয়ের মুখ দেখেনি মরিসিও সারির দল। সাসুওলোর বিরুদ্ধে ১-১ ড্র এবং লাজিওর কাছে ১-৩ গোলে হেরেছিল তারা।
ঘরের মাঠে আয়োজিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সারি-ব্রিগেড। ৯ মিনিটে প্রথম গোল রোনাল্ডোর (১-০)। এরপর ডায়বালা-ইগুয়েন-রোনাল্ডোর মসৃণ বোঝাপড়ায় ক্রমশ পিছু হটতে থাকে উদিনিজ। ৩৭ মিনিটে ইগুয়েনের পাস থেকে ব্যবধান বাড়ান সিআরসেভেন (২-০)। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে জুভেন্তাসের তৃতীয় গোল বোনুচ্চির (৩-০)। প্রথমার্ধে তিন গোলে লিড নেওয়ার ফলে বিরতির পর পজেশনাল ফুটলে নিজেদের ব্যস্ত রাখেন রোনাল্ডোরা। এই পর্বে ডায়বালা ও ইগুয়েন সহজ সুযোগ না হারালে ব্যবধান আরও বাড়তে পারত। ৭৫ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন বার্নাডেসচি ও ম্যাথিস ডি লিট। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দশেক আগে ইগুয়েনের পরিবর্তে ডগলাস কস্তাকে ব্যবহার করেন কোচ সারি। পরে এক গোল শোধ করলেও ম্যাচের শেষে শেষ হাসি হাসলেন রোনাল্ডোরা।