বাংলায় চলতি সংকটের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকডর।
সোমবার বিকেলে রাজ্যপাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন। তিনি জানান, কাল মুখ্যমন্ত্রীর সুবিধামতো সময়ে তাঁকে রাজভবনে আসতে বলেছি।
নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির বিষয়ে সমস্তকিছু জানতে মুখ্যসচিব ও ডিজিকে সোমবার সকালে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁরা যাননি। তাতে আরও ক্ষিপ্ত হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকেই তলব করলেন তিনি।
ধনকরের কোনও পরামর্শকেই পাত্তা দিতে চায়নি তৃণমূল। পরে এ ব্যাপারে সৌগত রায় বলেন, সংবিধান সম্পর্কে রাজ্যপালের ধারণা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি তৃণমূলের সভানেত্রীও বটে। তাঁর দ্বৈত সত্ত্বা রয়েছে। একটি রাজনৈতিক দলের নেত্রী হিসাবে কেন্দ্রের কোনও আইনের বিরুদ্ধে মিছিল করার অধিকার তাঁর অবশ্যই রয়েছে।’