নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারদিনেই ম্যাচ জিতে নিলেন অস্ট্রেলিয়া। পারথের দিন রাতের গোলাপি বলের টেস্টে কিউয়িদের ২৯৬ রানে হারাল ব্যাগি গ্রীন। দিন রাতের টেস্টে অপরাজিত থাকল তারা। এই নিয়ে সাতটি দিনরাতের টেস্ট খেলে সাতটিতেই জয় পেল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ভেঙেছিলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি পেসার। রবিবার তিনি পেলেন ৪৫ রান দিয়ে চার উইকেট। এ বার অবশ্য স্টার্ক পাশে পেয়েছেন নেথান লায়নকে। ৬৩ রান দিয়ে চার উইকেট নেন এই অফস্পিনার।
অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস এ দিন নয় উইকেটে ২১৭ রানে ডিক্লেয়ার করে দেওয়ার পরে নিউজ়িল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৬৮। কিন্তু মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় কেন উইলিয়ামসনদের ইনিংস। নিউজ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ব্র্যাডলি ওয়াটলিংয়ের (৪০)। উইলিয়ামসন (১৪), রস টেলর (২২) বড় রান করতে না পারায় কোনও লড়াই হয়নি। ম্যাচের সেরা স্টার্ক।