উত্তর-পূর্ব, বাংলার পর এবার ক্যাবের প্রতিবাদে অশান্ত হল পাটনা। সেখানে বিক্ষোভের মধ্যেই পুলিশের গাড়ি এবং ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইসঙ্গে টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিহারে। অশান্তির পর পাটনার পুলিশ সুপার গরিমা এদিন জানান, ‘হিংসার ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভির সহায়তায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে খবর, শহরের কার্গিল চক এলাকায় বিক্ষোভের সঙ্গে ১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পুলিশ বিক্ষোভ সরাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে চালানো হয় গুলি। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মূলত পাটনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেইসঙ্গে পার্শবর্তী এলাকার লোকজনও এতে যোগ দেয়। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, এই বিল সংসদে যখন আনা হয়েছিল তখন তাতে সমর্থন করেছিল নীতীশের দল জেডিইউ। যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন দলের সদস্য তথা ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর। যার জন্য তাঁকে দলের তরফে শোকজ করা হয়েছিল। পরিস্থিতি যে তিনি আগেই সঠিক বুঝেছিলেন এই ঘটনা নতুন করে সেটাই প্রমাণ করল।