বুন্দেশলিগায় দুরন্ত প্রত্যাবর্তন ঘটালো বায়ার্ন মিউনিখের। সৌজন্যে ফিলিপ কুটিনহো-রবার্ট লেয়নডস্কির দুরন্ত যুগলবন্দি। শনিবার রাতে ঘরের মাঠে ওয়েদার ব্রিমেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ব্রাজিলীয় তারকা। অন্যদিকে, জোড়া গোল করেন জার্মান তারকা লেয়নডস্কি। আরেকটি গোল করেন থোমাস মুলার। তবে ছ’গোলে জয়ের রাতে শিরোনামে এক ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার। তিনি, সরপ্রীত সিংহ।
বায়ার লেভারখুসেন ও মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে পরপর দু’ম্যাচে হেরে খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল বায়ার্ন। এই পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠে ২৪ মিনিটেই বিপর্যয় নেমে আসে মুলারদের শিবিরে। মিলোত রাশিচা গোল করে এগিয়ে দেন ব্রিমেনকে। প্রথমার্ধের শেষ পর্বে বায়ার্নকে ম্যাচে ফেরান কুটিনহো। চার মিনিট পরে গোল করে দলকে এগিয়ে দেন লেয়নডস্কি। এর পরে আর বায়ার্নকে থামাতে পারেনি ব্রিমেন। ৬৩ মিনিটে ফের গোল করেন ব্রাজিলীয় তারকা কুটিনহো। ৭২ মিনিটে গোল করেন লেয়নডস্কি। তিন মিনিট পরে গোল করেন মুলার। ৭৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কুটিনহো। এরপর ৮২ মিনিটে ব্রাজিলীয় তারকার পরিবর্তেই মাঠে নামেন সরপ্রীত।
২০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডারের জন্ম নিউজিল্যান্ডের অকল্যান্ডে। ২০১৯-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্সই জীবন বদলে দেয় সরপ্রীতের। ডাক পান বায়ার্নের রিজার্ভ দলে। প্রাক-মরসুম প্রস্তুতি চলাকালীন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের বিরুদ্ধেও দুর্দান্ত খেলেন ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার। তারপরই ডাক আসে মূল দলে খেলার জন্য। যদিও মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না। টানা আটটি ম্যাচ রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হয় সরপ্রীতকে। শনিবার রাতে অবশেষে স্বপ্নপূরণ হল তাঁর।