দেশের আর্থিক স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে যখন মুখ খুলছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন থেকে শুরু করে একের পর এক অর্থনীতিবিদ-শিল্পপতিরা, তখন নিজের পিঠ বাঁচাতে যেন ‘মৌনব্রত’ পালনের পন্থা নিয়েছেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেও, দেশের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে যে কোনও রকম আলোচনাতেই নারাজ তিনি।
হ্যাঁ, খুচরো মূল্যবৃদ্ধি চড়তে থাকার পাশাপাশি আর্থিক বৃদ্ধির হার কমতে থাকায় অর্থনীতি ‘স্ট্যাগফ্লেশন’-এর কবলে পড়ল কি না, তা নিয়ে প্রশ্ন উঠলে কোনও মন্তব্যই করতে চাননি নির্মলা। সাফ বলেছেন, ‘আমার কিছু বলার নেই।’ আবার অর্থনীতির হাল কবে ফিরতে শুরু করবে, সেই প্রশ্নে শুধু জবাব এসেছে, ‘কোনও পূর্বাভাসের মধ্যে যেতে রাজি নই।’ মূল্যবৃদ্ধি মাথা তুললে রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদ বাড়াবে কি? উত্তর একই, ‘সুদ, মূল্যবৃদ্ধি নিয়ে জল্পনায় যাব না।’ আর পেঁয়াজের দাম কবে থেকে কমবে? এক্ষেত্রেও তাঁর দায়সারা জবাব, ‘সংবাদমাধ্যমে খবর দেখছি, কিছু জায়গায় দাম কমছে।’
গতকাল সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে নিজেই সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন নির্মলা। কিন্তু বেশির ভাগ প্রশ্ন নিয়েই আলোচনায় রাজি হলেন না। তবে অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র কী কী পদক্ষেপ করেছে, সেই তালিকাই আবারও শোনালেন তিনি। যদিও অর্থনীতিতে সেগুলির প্রভাব নিয়ে মুখে কুলুপই রইল। সাফাই দিলেন, ‘বিশেষণ ব্যবহার করতে চাই না।’ অন্যদিকে, রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণের টাকা না মেটানো ও এই করের হার বৃদ্ধি নিয়ে জল্পনা প্রসঙ্গে নির্মলা জবাব, ‘আমার দফতর ছাড়া সব জায়গাতেই গুঞ্জন। এ নিয়ে আমার টিমের সঙ্গে কথা বলিনি।’