তিনি ঘাঘু রাজনীতিক। সেইসঙ্গে দূরদর্শী তো বটেই। তাই আসামে মোদী সরকারের এনআরসি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন প্রথম থেকেই। জানিয়ে দিয়েছেন, বাংলায় তিনি তা করতে দেবেন না। একইভাবে নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব নিয়েও অনড় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সুরেই সুর মেলালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যে কোনও মূল্যে তাঁদের রাজ্যে নাগরিকত্ব বিল আটকানো হবে বলে সাফ জানিয়ে দিলেন এই দুই মুখ্যমন্ত্রীও।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার আগেই মমতা জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যতদিন তিনি আছেন, এই বিল কার্যকর করতে দেওয়া হবে না। এবার অমরিন্দর বললেন, ‘এই বিল অসাংবিধানিক। পাঞ্জাবে এই বিল আটকাতে প্রয়োজনে আইন পাশ করা হবে। যে কোনও বিল যা ধর্মের ভিত্তিতে মানুষে মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, তা মেনে নেওয়া সম্ভব নয়।’ কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নও জানিয়েছেন, কেরালা সরকার কোনওমতেই সেখানে এই বিল কার্যকর করতে দেবে না। তাঁর দাবি, ‘দেশের সংবিধান প্রত্যেক ভারতীয়কে জাত-ধর্ম-সংস্কৃতি-লিঙ্গ ও ভাষা নির্বিশেষে নাগরিকত্বের অধিকার দেয়। সংবিধানের দেওয়া এই অধিকারই খর্ব করছে নাগরিত্ব সংশোধনী বিল।’