এনআরসি নিয়ে দেশ আগেই উত্তপ্ত হয়েছে, এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও একই চেহারা ভারতের। উত্তর পূর্ব এখন জ্বলছে, ক্যাবের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আসাম, ত্রিপুরার মানুষ। রাজনৈতিক মহলেও এই নিয়ে প্রতিবাদ কম হচ্ছে না। ক্যাব নিয়ে সম্প্রতি জ্বলে উঠেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও।
গত সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন জানানোয় সংযুক্ত জনতা দল (জেডিইউ) সহ-সভাপতি হিসাবে নিজের দলকেই একহাত নিয়েছিলেন প্রশান্ত। টুইট করেছিলেন, যে নাগরিকত্ব বিল ধর্মের নিরিখে মানুষের অধিকার বিচার করে, জেডিউ-কে তাতে সমর্থন জানাতে দেখে তিনি হতাশ। এবার একবার ফের ক্যাব নিয়ে সরব তিনি। আর তৃণমূল যে একেই হাতিয়ার করে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাতে তাও কিছুটা স্পষ্ট প্রশান্তের টুইটে।
এদিন প্রশান্ত টুইট করে বলেন, ‘আমাদের বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়, ফিরিয়ে দেওয়ার বিল। কিন্তু সত্যিটা হচ্ছে, এনআরসির সঙ্গে মিলে ক্যাব সরকারের হাতে এমন একটা বিধ্বংসী অস্ত্র তুলে দেবে যার মাধ্যমে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে মামলা চালানো হবে।’ তৃণমূলের ভোট কৌশলী হিসেবে প্রশান্তের এই টুইট ২০২১-এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কেন্দ্রীয় সরকার এই ক্যাব নিয়ে প্রচারের পর থেকে তা সংসদে পাস করানো পর্যন্ত কিশোর যেভাবে এর বিরোধিতা করছেন, তাতে বড়রকমের সাহায্য পাবে তৃণমূল। এমনিতেই বাংলায় এনআরসি নিয়ে প্রচারের পরে ৩টি উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও কার্যত মেনে নেওয়া হয়েছে যে বাংলায় বিজেপির এনআরসি প্রচার ভুল হয়েছে। নীতি বদল করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এবার এনআরসির পাশাপাশি নাগরিকত্ব বিল নিয়েও বাংলায় প্রচার চালাচ্ছে বিজেপি। এখানেও ঢাল হয়ে দাঁড়িয়েছেন খোদ তৃণমূলের ‘মাস্টারমাইন্ড।’
রাজনৈতিক মহলের একাংশের দাবি, এনআরসি বিরোধ তো আছেই, প্রশান্তের এই ক্যাব বিরোধী মনোভাবকে সঙ্গে নিয়েই রাজনীতির প্রচার আরও বেশি করে বাড়াবে রাজ্যের শাসকদল তৃণমূল। এদিকে, বিজেপি এনআরসি নিয়ে যে ব্যাকফুটে পড়েছে তা ক্যাব দিয়ে মেকআপ করার চেষ্টা যে করবে তাও জানেন প্রশান্ত কিশোর। সেই হিসেবে দেখতে গেলে বিজেপির অস্ত্র তাদের দিকেই ঘুরিয়ে বঙ্গে ঘাসফুলের উদ্যান ভালভাবে সাজাতেই এখন নজর রয়েছে তাঁর। সেই কারণেই তিনি এনআরসির সঙ্গে ক্যাবকে জুড়ে দিয়ে বিজেপি বিরোধী খেলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলে ধারণা অনেকের।