সাউথ এশিয়ান গেমস বা স্যাগে ভারতের জয়জয়কার। প্রতিদিনই কোনো না কোনো ইভেন্টে সোনার মুখ দেখছে ভারত। এইবার সেই তালিকায় নয়া সংযোজন কোলাঘাটের সুপ্রিয় মণ্ডল। নেপালের পোখরায় সাউথ এশিয়ান গেমসে সাঁতারে ২০০ মিটার বাটার ফ্লাই-এ সোনা জিতলেন তিনি। সোমবার দেশের হয়ে সোনা জেতাটা ছিল শুধু অপেক্ষামাত্র। এর আগে দেশের হয়ে যুব অলিম্পিক ও যুব এশিয়াডে অংশ নেন সুপ্রিয়। যুব কমনওয়েলথ গেমসে ২০০ মিটার বাটারফ্লাইয়ে রুপো জেতেন।
চাকরি ও সাঁতারের পাশাপাশি একটি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার জন্য পড়ছেন সুপ্রিয়। তাঁর ভাই শ্রীদীপও ভাল সাঁতারু। কোলা ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র শ্রীদীপ। দু’সপ্তাহ আগে বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনূর্ধ্ব ১৯ বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হন শ্রীদীপ। এ দিকে, আগামী মার্চে সিঙ্গাপুরে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতা। নেপাল থেকে ফিরেই তার প্রস্তুতি শুরু করেছেন সুপ্রিয়। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই সাঁতারুর সাফল্যে খুশি তাঁর শিক্ষকেরা।