রাজ্যের স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শ্রীরামপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনে নাগরিক বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের নাগরিকদের ভয় দেখাচ্ছে বিজেপি। সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলকে বিজেপি বলছে ‘ক্যাব’। সেই নিয়েই এবার মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
সোমবার সন্ধেয় আয়োজিত ওই সম্মেলনে মন্ত্রী বলেন, “ওরা নাগরিক বিল পাশ করেছে ৩০৩–এর রক্তচক্ষু দেখিয়ে। কিন্তু সেই বিল আইনে পরিণত করতে অনেক দরজায় ঠোক্কর খেতে হবে বিজেপি–কে। আমরা ‘ক্যাব’ বলতে বুঝি ট্যাক্সি। ওরা দেশবাসীকে ‘ক্যাব’–এ চাপিয়ে দেশ থেকে বের করে দিতে চাইছে। ভারতের সংবিধান সব ধর্মের সমান অধিকারের কথা বলে। তা হলে কেন শুধু মুসলিমদের বাইরে রেখে লজ্জাজনক এই বিল পাশ করানো হল?”
এদিনের সম্মেলনে বক্তব্যের শুরু থেকেই সংসদে নাগরিক বিল পাশ করা নিয়ে আক্রমণাত্মক ছিলেন স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী। শ্রীরামপুরে মহিলা তৃণমূলের সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী উন্নাওয়ের ঘটনার পর হুগলির সাংসদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
চন্দ্রিমা ভট্টাচার্য আরও প্রশ্ন তুলেছেন, ১৯৫১ সালে প্রথম ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন অফ ইন্ডিয়া হয়েছিল। তারপরে রাজ্য ও দেশে অনেক সরকার তৈরি হয়েছে। সে সব সরকারও তাহলে বিদেশিদের ভোটে নির্বাচিত হয়েছে। তাদের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।