সোমবারই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব) পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সারাদিন তুমুল হট্টগোল, দীর্ঘক্ষণ বিতর্কের পর অবশেষে মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছে তা। ভোটাভুটিতে ৩১১-৮০ ভোটে বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয় শাসক শিবির। তবে এখনও বাকি মূল ‘খেলা’। কারণ এই বিতর্কিত বিলকে আইনে পরিণত করতে গেলে এবার রাজ্যসভায় বিল পাশ করাতে হবে শাসক দলকে।
আর এখানেই চিন্তা বাড়ছে বিজেপির। কারণ সংসদের নিম্নকক্ষের মত উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নেই গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের দাবি, এই বিল স্পষ্টভাবেই অসাংবিধানিক। ‘ক্যাব’ লোকসভায় পাশ হতেই টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে চিদাম্বরম বলেন, ‘নাগরিকত্ব বিল অসাংবিধানিক। সংসদ যে বিল পাশ করেছে তা স্পষ্টতই অসাংবিধানিক। এই যুদ্ধ এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। নির্বাচিত সংসদ সদস্যরা তাঁদের দায়িত্বগুলি বর্জন করছেন।’ তিনি আরও বলেন, ‘একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনার পুরষ্কার এটা। এই সরকার মানুষের ইচ্ছাপূরণের বদলে মন্দির তৈরি করে।’