ভারতে অর্থনীতির ধুঁকতে থাকা স্বাস্থ্য নিয়ে দিন দুয়েক আগেই ফের তোপ দেগেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। মোদী সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে গিয়ে মোদী-ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও প্রধানমন্ত্রীর দফতরের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখার স্বভাবকে বিঁধেছিলেন তিনি। রাজনের পর নরেন্দ্র মোদীর কাজ করার ধরনের সমালোচনা করলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারও।
প্রসঙ্গত, একটি পত্রিকার নিবন্ধে মোদীর ঘনিষ্ঠ কয়েক জন ও প্রধানমন্ত্রীর দফতরের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখার স্বভাবকে কটাক্ষ করে রাজন লিখেছিলেন, মাত্র কয়েক জনের হাতে এত ক্ষমতা ভাল নয়। সেই প্রসঙ্গের উল্লেখ করেই জহর সরকার টুইটার লেখেন, “রঘুরাম রাজন বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে থাকা অর্থনীতিবিদ এবং অন্য কয়েক জন বিপজ্জনক সব নীতি গ্রহণের পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। ওঁর মতো আমিও মোদীর আমলে দু’বছর কাজ করে বুঝেছি, উনি শুধু শুনতে চান, ‘জি স্যর, আপনি মহান’। ক্ষতি হচ্ছে ভারতের।”
উল্লেখ্য, মোদী জমানায় নানাবিধ নজরদারি এবং নিয়ন্ত্রণের বিরোধিতা করে যে প্রাক্তন আমলারা বারবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন, জহর তাঁদের অন্যতম। তাঁর কথায়, ‘মনমোহন সিংহ, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। কাজ করেছি প্রিয়রঞ্জনের সঙ্গেও। ওঁরা সকলের কথাই শুনতেন। আর ওঁরা কাউকে অন্ধ বিশ্বাস করতেন না বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারও উপর সম্পূর্ণ নির্ভরশীলও ছিলেন না। যা মোদী জমানায় দেখেছি।’