ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে বার্সালোনা। যদিও এই ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্যায়ে চলে গেছে মেসির দল। এই গ্ৰুপ থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে আছে ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। সেই জন্যই মঙ্গলবার সান সিরো স্টেডিয়ামে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছে এই ইতালিয়ান ক্লাবটি। গ্রুপের শেষ ম্যাচে আন্তোনিও কন্তের দল বার্সেলোনাকে হারাতে পারলেই পরবর্তী রাউন্ডের মুখ দর্শন করবে।
চলতি মরশুমে বার্সেলোনাকে প্রায় একার কাঁধে টানছেন লিও মেসি। লুই সুয়ারেজের মধ্যেও চেষ্টার খামতি নেই। কিন্তু একেবারেই ছন্দে নেই আতোঁয়া গ্রিজম্যান। কাতালন ক্লাবটির রক্ষণ ও মাঝমাঠেও ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ৫টি ম্যাচের মধ্যে দু’টিতে ড্র করাই তার প্রমাণ। ন্যু ক্যাম্পে প্রথম দফার ম্যাচে বার্সা ২-১ গোলে হারিয়েছিল ইন্টারকে।
ঘরের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য মঙ্গলবার আক্রমণাত্মক ফুটবল মেলে ধরতে চায় ইতালির ক্লাবটি। আপফ্রন্টে লাওতারো মার্টিনেজ এবং রোমেলু লুকাকুর মতো তারকারা থাকায় কোচ কন্তে কিছুটা হলেও স্বস্তিতে। তিনি চাইবেন, প্রথমার্ধে উমতিতি-লেঙ্গলেটদের বোকা বানিয়ে গোল তুলে নিতে। তবে এটাও ঠিক যে, মেসি স্বমহিমায় থাকলে ইন্টার মিলানের পক্ষে জয় তুলে নেওয়া বেশ কঠিন। এদিনের অনুশীলনে ডিয়েগো গডিন-ডি ভ্রিজদের বোঝাপড়া বাড়ানোর দিকে জোর দিয়েছিলেন কোচ কন্তে।