সোমবার মধ্যরাতে লোকসভায় ৩১১-৮০ ভোটে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের তুমুল হট্টগোল আর বিতর্কের শেষে অবশেষে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব। তবে এই বিল সবে লোকসভায় পাশ হয়েছে। এখন দেখার রাজ্যসভায় কী হয়!
এই বিল পাশ নিয়ে সারা দেশ উত্তাল। সংসদ থেকে বিভিন্ন রাজ্য, উত্তর থেকে উত্তর পূর্বের মানুষ সকলেই মোদীর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীতায় মুখর। প্রাথমিকভাবে ক্যাব নিয়ে অন্যান্য বিরোধীদের মত বিজেপির বিরোধিতা করেছিল শিবসেনা, কিন্তু লোকসভায় তা পাশ হতেই তারা পাল্টি মারে একপ্রকার। এই বিষয়েই এবার কৌতূহলউদ্দীপক মন্তব্য করলেন স্বয়ং শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মারাঠাভূমের মুখ্যমন্ত্রীর কথায়, “কোনও নাগরিক যদি এই বিল নিয়ে আতঙ্কিত হয় তবে তাঁর যে কোনও সন্দেহ আগে দূর করতে হবে। তাঁরা দেশের নাগরিক, তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। যদি এই বিল সম্পর্কে পুরো সন্দেহ দূর না করা হয় তবে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করব না”।
পাশাপাশি তিনি গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে আরও বলেন, ‘বিজেপির বিরোধিতা করা হচ্ছে মানেই যে দেশদ্রোহিতা এটা মনে হওয়া তাদের ভ্রম। আমরা নাগরিকত্ব বিলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেছি। রাজ্যসভায় তা হলেই আমরা সমর্থন করব। বিজেপি যদি মনে করে যে তারাই শুধুমাত্র দেশকে ভালবাসে তাহলে এটাও তাদের ভ্রম।’