বিশ্ব ফুটবলে অন্যতম চির প্রতিদ্বন্দ্বী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি। মাঠের লড়াইকে ছাপিয়ে যায় মাঠের বাইরে তাঁদের দ্বৈরথ। কেউ কাউকে জমি ছেড়ে দিতে নারাজ। বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে লড়াই চলে এই দুই কিংবদন্তিকে নিয়ে। রেকর্ড দখলের লড়াই চলে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে। এবার সেই দৌড়ে রোনাল্ডোকে পিছনে ফেলে কিছুটা এগিয়ে গেলেন মেসি। চলতি সপ্তাহের শুরুতেই রোনাল্ডোকে টপকে ষষ্ঠ ব্যালন ডি’ ওর খেতাব জিতেছেন মেসি। আর সপ্তাহটাও সেই লিয়োনেল মেসি শেষ করলেন রেকর্ড গড়েই।
শনিবার রাতে লা লিগায় মেসির দল বার্সেলোনা ৫-২ জিতল মায়োরকার বিরুদ্ধে। যে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লা লিগায় ৩৪ হ্যাটট্রিকের রেকর্ড টপকে ৩৫তম হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়লেন মেসি। বার্সেলোনার অপর দুই গোলদাতা আঁতোয়া গ্রিজম্যান ও লুইস সুয়ারেস। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই রইল বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৩৪। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে রইল বার্সেলোনাই।
তাঁর হ্যাটট্রিকের মধ্যে ১৭ মিনিটে প্রথম গোলটি মেসি করেন, ডান প্রান্ত থেকে বল পেয়ে কাট করে ভিতরে ঢুকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে। ৪১ মিনিটে তাঁর দ্বিতীয় গোলও প্রায় একই রকম ভাবে। ম্যাচের শেষ লগ্নে ৮৩ মিনিটে মেসির হ্যাটট্রিকের গোলও বাঁ পায়ের জোরালো শটে। মেসির লা লিগায় এই ৩৫তম হ্যাটট্রিক দেখে মুগ্ধ বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তাঁর প্রতিক্রিয়া, ‘‘অবিশ্বাস্য! দেখে মনে হল ষষ্ঠ ব্যালন ডি’ ওর জয়ের উৎসবটা হ্যাটট্রিক করেই সেরে রাখল লিয়ো।’’ সপ্তাহ জুড়ে রইল শুধু মেসি ম্যাজিক।