পুরুলিয়ার বাঘমুন্ডিতে এবার প্রকাশ্যে এল বিজেপির অন্দরকলহ। বিজেপির মণ্ডল সভাপতি বদলকে ঘিরে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। এই অঞ্চলের বিজেপি কর্মীদের থেকে জানা গেছে, ওই ব্লকের ১৪ নং জেলা পরিষদের মণ্ডল সভাপতি ছিলেন বাসুদেব কুমার৷ তার জায়গায় সভাপতি করা হয় গৌতম কুইরিকে। তার জেরেই এই বিবাদ।
এই ঘটনার জেরে কার্যালয়ে ভাঙচুর থেকে তালা পর্যন্ত লাগানো হয়েছিল। বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির অগুনতি কর্মীরা। কিন্তু বিজেপির অন্দরে যে অশান্তির সৃষ্টি হয়েছে, তা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কর্মীদের বক্তব্য, ‘বিধি মেনে কোনও কাজ হয় না বিজেপির অন্দরে, তাই কর্মীদের এই বিক্ষোভ চলবে, তা বন্ধ হবে না’।
শুধু ১৪ নং জেলা পরিষদের সভাপতি বদল নয়, ১৫ নং জেলা পরিষদে রামেশ্বর মাহাতোর জায়গায় সভাপতি করা হয় মানিক মাজিকে। আর এই দুই সভাপতি বদল ঘিরেই শুরু হয় গোষ্ঠীকোন্দল।