এই শীতের সময়ে শহরের ভবঘুরেদের রেহাই দিতে এবার শহরের বিভিন্ন প্রান্তে তৈরী হতে চলেছে নাইট শেল্টার। শীঘ্রই ভবঘুরে ও কাজের জন্য শহরে আগতদের রাতে থাকার জন্য শহরের সব প্রান্তেই তৈরী হবে এই রাত্রিনিবাস। এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই কালীঘাটে শুরু হয়ে গিয়েছে এই রাত্রিনিবাস তৈরীর কাজ।
কলকাতা পুরসভার আওতায় রয়েছে কয়েকটি রাত্রিনিবাস রয়েছে। আপাতত রাজ্য সরকার ও কলকাতা পুরসভার মিলিয়ে শহরে মোট রাত্রিনিবাস রয়েছে ৪৪ টি। যেখানে থাকতে পারে মাত্র ৫ হাজারের মত মানুষ। প্রসঙ্গত, আদালতের নির্দেশ কোনও বড় শহরে ভবঘুরেদের রাস্তায় ফেলে রাখা যাবে না। তাদের জন্য তৈরী করতে হবে নাইট শেল্টার।
এই বিষয়ে ফিরহাদ জানান, ‘রাত্রিনিবাস তৈরির জন্য কিছু সংস্থার থেকে জমিও পাওয়া গেছে। সেখানেও নিবাস তৈরির কাজ চলছে। ধাপায় বর্জ্য পৃথকীকরণের কাজের জন্য নিযুক্ত কর্মীদের থাকার সুবিধার্থে ধাপায় এক লক্ষ বর্গফুটের ছাউনি দিয়ে থাকার জায়গা করা হচ্ছে। অন্যদিকে, কালীঘাটেও চালু হচ্ছে একটি রাত্রিনিবাস’।