কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন বিশ্বহিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। সরাসরি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ‘ধর্ষক’ বলে আক্রমণ শানালেন এই হিন্দুত্ববাদী নেত্রী।
উন্নাও, ভোপাল, হায়দ্রাবাদের ধর্ষণের ঘটনা নিয়ে শনিবারই কেরলের ওয়ানাড় থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল। বলেছিলেন, ‘ভারতবর্ষ ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে।’ একই সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়কের নাম জড়িয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন।’
এদিন সংবাদমাধ্যমের সামনেই প্রাচী বলেন, ‘রাহুল গান্ধী এত বড় বড় কথা বলছেন, ওঁর মুখে এসব মানায় না। জওহরলাল নেহরুই তো দেশের সব থেকে বড় ধর্ষক।’ এখানেই থামেননি এই বিএইচপি নেত্রী। নেহরু ও গান্ধী পরিবারকে নিশানা করে তিনি বলেন, ‘ওই দুটো পরিবারের জন্যই ভারতে সন্ত্রাসবাদ, নকশালবাদ আর ধর্ষণ বেড়েছে।’
কয়েকদিন আগেই নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে সংসদের ভিতরে মন্তব্য করেছিলেন ভোপালের বিজেপি সাংসদ। তা নিয়ে একপ্রস্থ চাপানউতোর চলে জাতীয় রাজনীতিতে। ক্ষমাও চাইতে হয় মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্তকে। এবার বিতর্কিত মন্তব্য করলেন প্রাচী।
উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষিতা তরুনীর মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মহিলাদের নিরাপত্তা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধীদের নিধানায় বিজেপি শাসিত সরকার। লাগাতার রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন মায়াবতী, অখিলেশ যাদব, প্রিয়ঙ্কা গান্ধীরা। এবার পালটা তোপ দাগতে গিয়ে সমস্ত সীমা পেরিয়ে গেলেন প্রাচী।