গতকাল আইএসএলে নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসি। কিন্তু নিজেদের দর্শকপুষ্ট গ্যালারির সামনেও সেই অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ তাঁরা। নিজামের শহরে এদিন তাঁদের ১-০ হারাল সের্খিয়ো লোবেরা রদ্রিগেজের দল। এই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট ও সেটপিসে ব্যর্থতার খেসারত দিতে হল ফিল ব্রাউনের দলকে। আইএসএল-এ তাঁদের অভিষেক মরসুমে সাত ম্যাচ শেষে ৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শেষে হায়দ্রাবাদ। অন্য দিকে সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল গোয়া।
প্রথমার্ধে হায়দ্রাবাদ এফসি যে ভাবে খেলা শুরু করেছিল, তা দেখে মনে হচ্ছিল এই ম্যাচ তাঁরা পয়েন্ট নষ্ট করবে না। একাধিক শট বার বার আছড়ে পড়ছিল বিপক্ষ গোলরক্ষকের উদ্দেশ্যে। বাঁ-দিক থেকে উঠে আসা মার্সেলিনহোর জোড়াল শট মহম্মদ নওয়াজকে পরাস্ত করতে ব্যর্থ। সেটাই হয়তো টার্নিং পয়েন্ট। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে খেলতে শুরু করে গোয়া। ৬৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন মনবীর সিংহ। তারপর থেকে গোয়ার রক্ষণকে পরাস্ত করতে ব্যর্থ হায়দ্রাবাদ।
এ দিন শুরু থেকে মনবীরকে নামানো হয়নি। রিজার্ভ বেঞ্চ থেকে খেলা দেখছিলেন। দ্বিতীয়ার্ধে নামার পরে তিনিই হয়ে উঠলেন জয়ের নায়ক। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে নায়ক বলেন, ‘জিতে মাঠ ছাড়তে চেয়েছিলাম। গোল করায় আরও খুশি। যত ম্যাচ জিতব, ততই আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। আশা করি, আগামী ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারব আমরা।’ একইসঙ্গে যোগ করেন, ‘রিজার্ভ বেঞ্চে বসে বোঝার চেষ্টা করছিলাম কী করে ওদের রক্ষণ ভাঙা যায়। সেটপিস ছাড়া আর কোনও উপায় পেলাম না।’