ফের তিলোত্তমা মাতাতে শহরে আসছেন আর্জেন্তিনার প্রাক্তন তারকা ফুটবলার হারনান ক্রেসপো। কোনো প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন না এই তারকা। তিনি টাটা স্টিল কলকাতা ২৫কে দৌড়ের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে এই শহরে আসছেন। ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর।
এই ইভেন্টে অংশ নিতে পেরে খুশি এই আর্জেন্টিনার বিশ্বকাপার। ক্রেসপোর কথায়, ‘এই দৌড়ের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার ফুটবল জীবনে দৌড়ের একটা বিশেষ জায়গা রয়েছে। আমি জানি আর্জেন্তিনা একবার কলকাতায় খেলে গিয়েছে।’ পাশাপাশি কলকাতাবাসীর মনে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা আছে সে কথাও মনে করালেন তিনি। তিনি বলেন, ‘আমি জানি এই শহরে অনেক মানুষ আর্জেন্তিনাকে সমর্থন করেন। নিজের ঘরেই যেন যাচ্ছি, এখন থেকে এই অনুভূতি হচ্ছে আমার।’
উল্লেখ্য, ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালের বিশ্বকাপে নীল-সাদা জার্সি পরে খেলেছিলেন তিনি। আলবিসেলেস্তের হয়ে ৩৫টি গোল রয়েছে তাঁর। গোল সংখ্যার দিক থেকে তাঁর আগে কেবল রয়েছেন সের্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসি। এ হেন ক্রেসপোর শহর আসার খবরে, ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।