দেশের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য বাংলা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে করা ওই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। চলতি বছরে একটি সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে বাংলা অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে উঠে এসেছে।’ প্রসঙ্গত, লোকাল সার্কেলস ও ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া-র সমীক্ষা অনুযায়ী ২০১৯-এ দেশের দুর্নীতমুক্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম বাংলা।
সাম্প্রতিক এই রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি রাজস্থানে। রাজ্যের ৭৮ শতাংশ মানুষ সরকারি কাজে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। রাজস্থানের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। যেখানে একই দাবি স্বীকার করেছে ৭৫ শতাংশ নাগরিক। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ (৭৪ শতাংশ) ও ঝাড়খণ্ড (৭৪ শতাংশ)। এরমধ্যে উত্তরপ্রদেশে ৫৭ শতাংশ মানুষ সরকারি পরিষেবার জন্য একাধিকবার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে।
এছাড়াও তেলঙ্গানা, পাঞ্জাব এবং তামিলনাড়ুতেও দুর্নীতির অভিযোগ অত্যধিক বেশি বলে দাবি ওই সমীক্ষায়।
একই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতি কেরালায় বলে জানানো হয়েছে। বাম শাসিত ওই রাজ্যে মাত্র ১০ শতাংশ সরকারি পরিষেবার জন্য ঘুষ দেওয়ার কথা জানিয়েছে।
একই রিপোর্টে দুর্নীতিমুক্ত রাজ্যগুলির মধ্যে বাংলা ছাড়াও গোয়া, গুজরাত, হরিয়ানা এবং দিল্লীর নাম উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, এই রিপোর্টে ২০টি রাজ্যের ২৪৮টি জেলায় সমীক্ষা চালানো হয়েছিল।