গত বুধবার সকালেই সাত তাড়াতাড়ি মন্ত্রীসভার বৈঠক ডেকে নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)-এ অনুমোদন দিয়েছিল মোদী সরকার। আর আজ, সোমবার লোকসভায় বিলটি পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রবিবারই নাগরিকত্ব সংশোধনী বিল পেশের বিরোধিতায় সংসদের দুই কক্ষে নোটিস দিয়েছে তৃণমূল।
দুই কক্ষেই আগামী এক সপ্তাহের জন্য হুইপ দেওয়া হয়েছে দলের সাংসদদের। বিল পাশে ভোটাভুটি চাইবে তৃণমূল। আলোচনায় যোগ দেবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলতে পারেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রবিবার বিল পেশের বিরোধিতা করে নোটিস জমা দিয়েছেন দলীয় সাংসদ সৌগত রায় এবং রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। নোটিস দিয়েছে কংগ্রেসও। বিলের বিরোধিতা করছে ডিএমকে, সিপিআই, আপ, আরজেডি, কেরল মনি কংগ্রেস, এনসি, পিডিপি। জানা গেছে, সব মিলিয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে বিজেপি-বিরোধী ১২টি দল।
লোকসভায় চার ঘণ্টা আলোচনার পর বিলটি পাশ হয়ে গেলে বুধবার সেটি রাজ্যসভায় পেশ হতে পারে। যদিও এখনও পর্যন্ত ‘বিজনেস অ্যাডভাইসরি কমিটি’তে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে ‘ক্যাব’ নিয়ে কয়েকদফা আলোচনা সেরে নিয়েছে বিরোধী শিবির।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তাঁদের রাজ্যে এনআরসি হতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
জানা গেছে, সংসদে অভিষেক মূলত ৮টি বিষয় তুলে ধরে বিলের বিরোধিতা করবেন। যেমন, সংখ্যাগরিষ্ঠার দম্ভে সাংবিধানিক নৈতিকতা বর্জন করে অসাংবিধানিক নাগরিকত্ব বিল এনেছে সরকার। অর্থনীতির শ্লথগতি ও চরম বেকারত্বের মতো ইস্যুগুলি থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে এই বিল আনা হয়েছে। সরকারের আনা বিলটি আদিবাসী-বিরোধী বলেও দাবি করবেন তিনি।