ম্যাঞ্চেস্টার সিটির হাত ধরলেও খেলায় কোনো পরিবর্তন হয়নি আইএসএলের দল মুম্বই সিটি এফসির। এই মুম্বই সিটি এফসিকে ৪-২ হারিয়েই মরশুমে দুর্দান্ত শুরু করেছিল এফসি গোয়া। অথচ শেষ দু’ম্যাচে জয় অধরা ফেরান কোরোমিনাসদের। এই মুহূর্তে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে তাঁরা। রবিবার হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া গোয়া শিবিরের অস্বস্তি বাড়াচ্ছেন রবিন সিংহ।
আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিয়েছিলেন রবিন। রবিবার ঘরের মাঠে গোয়ার মুখোমুখি হওয়ার আগে হায়দ্রাবাদ কোচ ফিল ব্রাউনের উদ্বেগ বাড়াচ্ছে একাধিক ফুটবলারের চোট। তিনি বলেছেন, ‘চোট ও কার্ড সমস্যায় ফুটবলারদের দল থেকে ছিটকে যাওয়ার সমস্যায় বিশ্বের সব কোচেদেরই পড়তে হয়। এ সব নিয়েই চলতে হবে।’ গোয়া শিবিরে অবশ্য চোট-আঘাতের কোনও সমস্যা নেই।