ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জেতার পরেও স্বস্তিতে নেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে বোলিং দুর্বলতা কোচ রবি শাস্ত্রীর কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সেই সঙ্গে জঘন্য ফিল্ডিং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ২০৭ রান তুলতে সাহায্য করেছিল। দীপক চাহার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন। কিন্তু ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সামনে তাঁকে বেশ অসহায় দেখিয়েছে। ৪ ওভারে একটি উইকেটের বিনিময়ে তিনি দিয়েছেন ৫৬ রান। ভুবনেশ্বর কুমার (৪-০-৩৬-০) দীর্ঘদিন পর টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। মানিয়ে নিতে সময় লাগবে। শিবম দুবের মতো তরুণ অলরাউন্ডারকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না।
অন্যদিকে, বিরাট বিক্রমে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে উড়িয়ে দেওয়ার পর এখন টি-২০ সিরিজে চোখ ‘টিম ইন্ডিয়া’র। রবিবার, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করে সহজে ম্যাচ জেতায় ভারতীয় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে রয়েছে। দারুণ ছন্দে রয়েছেন ক্যাপ্টেন কোহলি। প্রথম ম্যাচে তাঁর মহাকাব্যিক ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে রয়েছে।
তবে স্পিনার চয়নে বিরাট কোহলিকে আরও সতর্ক হতে হবে। প্রয়োজনে ফিরিয়ে আনতে হবে ‘কুলচা’ জুটিকে। যুজবেন্দ্র চাহাল প্রমাণ করে দেখিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কেন দরকার। পিচের চরিত্র যেমনই হোক, ভারতের এই রিস্ট স্পিনারটি উইকেট নেওয়ার যেমন চেষ্টা করছেন, তেমনি বিপক্ষ দলের রানের গতিতে লাগাম টানার ব্যাপারেও যথেষ্ট সক্রিয়। হায়দ্রাবাদে ওয়াশিংটন সুন্দর (৩-০-৩৪-১) খুবই হতাশ করেছেন। তাই তাঁকে বসিয়ে আজকের ম্যাচে খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। মহম্মদ শামি ফিরতে পারেন দীপকের জায়গায়। অতিরিক্ত ব্যাটসম্যান হিসাবে মণীশ পাণ্ডে দলে ঢুকলে শিবম দুবে হয়তো বাদ পড়বেন। আজ সন্ধ্যে ৭ টায় টি-২০ সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে পোলার্ড-সুনীলদের বিরুদ্ধে নামছে বিরাট-রোহিতরা। এই ম্যাচ জিতে সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।