শুক্রবার কোহলি দাপটে উড়ে গেল ক্যারিবিয়ান ব্রিগেড। প্রথম টি২০ ম্যাচে উড়িয়ে দিয়েছে ভারত। রান মেশিনের রানের গোলার সামনে বিপর্যস্ত পোলার্ড বাহিনী। সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে উড়িয়ে দিল বিরাট বাহিনী। রান চেজ করে ম্যাচ জেতার ধারা বজায় রাখল টিম ইন্ডিয়া। ৫০ বলে ৯৪ ইনিংস খেলেন কোহলি। তবে তাঁর এই অতিমানবিয় ইনিংসের থেকে বেশি চর্চায় কোহলির ‘নোটবুক সেলিব্রেশন’।
ঘটনাটি ঘটে ভারতের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে। সেই ওভারে বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেস্রিক উইলিয়ামস। একেবারে খুনে মেজাজে সেই ওভারে ঠেঙিয়ে ২৩ রান করেন কিং কোহলি। আর সেই ওভারেই একটি ছয় মেরে ‘হিসাব খাতায় লিখে রাখেন’ বিরাট। মুহূর্তেই ভাইরাল কোহলির সেই নোটবুক সেলিব্রেশন।
ম্যাচ শেষে সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কোহলি বলেন, ‘২০১৭ সালে জামাইকায় আমায় আউট করে উইলিয়ামস এইভাবে সেলিব্রেট করেছিল। তাই আজ আমিও একটু করলাম। মাঠে একটু বাক্য বিনিময় হলেও শেষে আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই। এটাই হওয়া উচিত বলে মনে করি। খেলার মাঠে প্রতিযোগিতা চলুক কিন্তু শেষে হ্যান্ডশেক আর ‘হাই ফাই’। এটাই তো ক্রিকেট। খেলার মাঠে সেরাটা দাও আর প্রতিপক্ষকে সম্মান কর।’
আসলে এই সেলিব্রেশনটি শুরু করেছিলেন উইলিয়ামস নিজেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর এই সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই দেখেছেন। প্রথমে সকলে ভাবেন সেই সেলিব্রেশনেরই নকল করছেন ভিকে। কিন্তু না, পরে জানা যায় নকল নয়, আসলে বদলা নিলেন বিরাট।