বিজেপির বিরুদ্ধে প্রায় রোজই কিছু না কিছু অভিযোগ উঠে আসে। এবার এক তৃণমূল কর্মীর ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনার কথা চাউর হতেই তীব্র নিন্দা করেছেন সকলে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে। ঘটনার জেরে প্রায় আড়াই বিঘে জমির ধান পুড়ে নষ্ট হয়েছে ওই চাষির৷ পরিশ্রমের ফসল তোলার আগে শুক্রবার সকালে এই কাণ্ড দেখে মাঠেই ভেঙে পড়েন তিনি৷ পুলিশে অভিযোগ দায়ের করে তিনি জানিয়েছেন, আমি তৃণমূল করি বলেই বিজেপি এই কাজ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতারা।
শুক্রবার সকালে নারায়ণগড় ব্লকের তেঁতুলিয়া ভূমজান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ক্ষতি হয়েছে স্থানীয় তৃণমূলের কর্মী সেকেন্দার খানের জমির ধান। তৃণমূল কর্মী সেকেন্দার খানের অভিযোগ, এদিন ভোরের দিকে তাঁর জমিতে জড়ো করে রাখা ধানের গাদায় বেশ কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আগুন লাগিয়ে দেয়। প্রায় আড়াই বিঘা জমির ধান পুড়ে ছাই হয়েছে। তার অভিযোগ, তৃণমূল করার কারণেই বিজেপির লোকজন এইসব কাজ করেছে। ধান বাড়িতে তোলার আগেই ক্ষতির মুখে পড়েছেন ওই চাষি। বেশ কয়েকজনের নামে নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী।