সিএবির অন্দরে অনেক পরিবর্তন ঘটেছে। সৌরভ গাঙ্গুলির উত্তরসূরি হিসেবে কাকে দেখা হবে তা বোঝা যাবে জানুয়ারিতে। শুক্রবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহের আগে বিশেষ সাধারণ বৈঠক আয়োজন করার জায়গায় নেই সিএবি। এ দিনই বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। সব চেয়ে বেশি উত্তেজনা ছিল, নির্বাচকদের কমিটি নিয়ে। বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল নির্বাচকদের কমিটির চেয়ারম্যান পলাশ নন্দীই থাকছেন। রাখা হয়েছে সাগরময় সেনশর্মাকেও। তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন বাংলার প্রাক্তন ওপেনার শুভময় দাস। এ বার নির্বাচক হিসেবে প্রথম অভিজ্ঞতা হতে চলেছে তাঁর।
মিণ্টু দাসের পরিবর্তে কমিটিতে এসেছেন জিতেন সিংহ। যোগ করা হয়েছে অজয় দাসকেও। এ বার বাংলার রঞ্জি ট্রফি দলগঠনের দায়িত্ব তাঁদেরই কাঁধে। নির্বাচকদের কমিটির সঙ্গেই গঠন করা হয়েছে বিভিন্ন সাব-কমিটি। গ্রাউন্ডস কমিটির নতুন প্রধান মদনমোহন ঘোষ। টুর্নামেন্ট কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে নীতীশ রঞ্জন দত্তকে।