বুলবুল ঝড়ে রাজ্যের ছটি জেলার প্রায় ১৪ লক্ষ ৯০ হাজার হেক্টর জমির ফসল আংশিক অথবা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। যার মূল্য প্রায় ১৪ হাজার কোটি টাকা। তাণ্ডবলীলার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকায়। জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবার কথা। সেই টাকা দেওয়ার কাজ শুরু করল মমতা সরকার।
এ মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত সব কৃষককে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বুলবুল বিধ্বস্ত ছটি জেলার ৪৭ হাজার কৃষকদের হাতে এই ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। একজন কৃষক একর প্রতি সাড়ে ১৩ হাজার টাকা হিসাবে সর্বোচ্চ ২৭ হাজার টাকা ক্ষতিপূরণ পেতে পারেন। তবে এক একরের কম জমি হলে জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ১ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে।
যেসব কৃষকের “কৃষকবন্ধু” প্রকল্পে কার্ড করা আছে, তারা ক্ষতিপূরণের টাকার পাশাপাশি অতিরিক্ত আড়াই হাজার টাকা করে পাবেন। এই সব টাকাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।