মন্দার ধাক্কায় নাভিশ্বাস অবস্থা ভারতীয় গাড়ি শিল্পের। চলছে বিপুল কর্মী ছাঁটাই। যদিও এই তথ্য মানতে রাজি নন বিজেপির এক সাংসদ। তাঁর বক্তব্য, গাড়ি শিল্পের সংকট বলে বিরোধীরা যা প্রচার করছে তা আসলে মোদী সরকারকে হেয়ো করার চক্রান্ত।
উত্তরপ্রদেশের বালিয়া থেকে বিজেপির টিকিটে লোকসভায় নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র সিং মস্ত । লোকসভায় তিনি বলেন, ‘ভারতের শহর ও টাউনের রাস্তাগুলিতে প্রবল যানজট হচ্ছে। এই ঘটনাই ইঙ্গিত দেয় যে দেশের গাড়ি শিল্পে কোনও মন্দা নেই। বরং গোটা গাড়ি শিল্পের উন্নতি হচ্ছে।’ দেশের কৃষির অবনতি নিয়ে সংসদের নিম্ন কক্ষে আলোচনা চলছে তখন বিজেপি নেতা এই মন্তব্য করেন।
বিজেপি নেতা বীরেন্দ্র সিং মস্ত বলেন, ‘দেশ এবং সরকারকে হেয়ো করতে কিছু ব্যক্তি গাড়ি শিল্পে মন্দার কথা বলছে। গাড়ির বিক্রি যদি এতই হ্রাস পায় তবে রাস্তায় এত যানজট হচ্ছে কেন?’
যদিও সাম্প্রতিকতম পরিসংখ্যান বলে দেশে গাড়ি বিক্রি উল্লেখযোগ্য হ্রাস পাচ্ছে। ২০০১ সাল থেকে ভারতে গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমছে। গত আগস্টে যাত্রীবাহী গাড়ি বিক্রির সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। গত ১৮ বছরের মধ্যে গাড়ি শিল্পের ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে এই শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের অভিমত।