হায়দ্রাবাদ কাণ্ডে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে জনপদ সব জায়গায় উঠেছে প্রতিবাদের ঝড়। অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এদিন সকালে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় চার অভিযুক্তকে এনকাউন্টার করেছে হায়দ্রাবাদ পুলিশ। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দেশের বিভিন্ন মহলে। এই এনকাউন্টারে সায় দিলেন না দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
তাঁর কথায়, এটা আতঙ্কের, মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন৷ তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনা সামনে আসায় মানুষ বিরক্ত৷ উন্নাও হোক কিংবা হায়দ্রাবাদ মানুষ এইসব দেখে বিরক্ত হয়ে উঠেছেন৷ তাই তাঁরা এনকাউন্টারের ঘটনায় খুশি৷
তিনি সাংবাদিকদের আরও বলেন, এটা আতঙ্কের৷ ফৌজদারি অপরাধের ক্ষেত্রেও বিচারের প্রতি মানুষ আস্থা হারিয়েছে৷ সব সরকারকে একযোগে তৎপর হতে হবে, যাতে বিচার ব্যবস্থার হাত শক্ত করা যায়৷ তবে যে যাই বলুন না কেন আমজনতা যথেষ্টই খুশি। এনকাউন্টারে অভিযুক্তদের খতম হওয়ার ঘটনাকে নিজেদের জয় হিসাবে দেখছেন তাঁরা।