বাঘমুন্ডিতে বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল। তার জেরেই বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধরা। দলের অন্দরে মতবিরোধের জেরে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। তার জেরেই ঘটে এই ঘটনা। পোস্টার দিয়ে তালা না খোলার আহ্বান করা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, যদি তালা খোলা হয়, তা হলে দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বাঘমুন্ডির ওই বিজেপি কার্যালয়ে গিয়ে দেখা যায় তালা বন্ধ৷ এর পাশাপাশি বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘বিক্ষুব্ধ বিজেপি বাঘমুন্ডি মণ্ডল। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ পার্টি অফিসের তালা খুলবে না। অন্যায় ভাবে তালা খুললে পার্টি অফিস ভাঙা হবে।’ নীচে লেখা বিক্ষুব্ধ বিজেপি।
তৃণমূলের বাঘমুন্ডির যুগ্ম কনভেনর আশুতোষ মাহাতো বলেন, “এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের জের। তাদের নিজেদের মধ্যেই হাজার মতবিরোধ। নিজেদের দলের ঝামেলার সঙ্গে তৃণমূলকে টেনে আনাটা একটা অবাস্তব কল্পনা”।
অন্যদিকে, তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মাহাতো বলেন, “এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তারা যে সংস্কৃতিতে বিশ্বাস করেন, সেই অনুযায়ীই তারা এইসব কাজ করছে”।