হায়দ্রাবাদের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছিলেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী। সেই চাঞ্চল্যকর ঘটনার পর তাঁর প্রশ্ন ছিল, ‘ঘটনার সময় এমারজেন্সি নম্বরে কেন ফোন করেননি ওই তরুণী?’ যার জেরে নিন্দার ঝড় উঠেছিল। এমন সময়ে ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের মন্ত্রী রণবেন্দ্র প্রতাপ সিং। তাঁর মতে, ‘স্বয়ং ভগবান রামও ১০০% অপরাধ-মুক্ত সমাজ দিতে পারতেন না।’
‘সমাজ থাকলে, অপরাধও থাকবে। সমাজে ১০০% অপরাধ থাকবে না, এই আশ্বাস বোধহয় ভগবান রামও দিতে পারতেন না। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সিং।
হায়দ্রাবাদ, বক্সার থেকে উন্নাও- নানা জায়গা থেকেই আসছে ধর্ষণ ও নারী নিগ্রহের বহু অভিযোগ। নারী সুরক্ষা নিয়ে সংসদেই সরব হয়েছেন জয়া বচ্চনের মতো মহিলা সাংসদরা। রাস্তায় নেমে প্রতিবাদেও সামিল হয়েছেন নাগরিকরা।