গতকাল ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেখানেই তাঁর পূর্বসূরি সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন মনমোহন। তিনি দাবি করেন, ‘১৯৮৪ সালে দাঙ্গার ঘটনা যে দিন ঘটে, সে দিনই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিমা রাওয়ের কাছে ছুটে গিয়েছিলেন গুজরালজি। পরিস্থিতি যে সঙ্কটময় হয়ে উঠেছে সে বিষয়ে জানিয়ে দ্রুত সেনা নামানোর পরামর্শ দেন রাওকে।’ এর পরই তাঁর মন্তব্য, ‘সে দিন যদি গুজরালের পরামর্শ শোনা হত, তা হলে ’৮৪-র সেই বীভৎস ঘটনা এড়ানো সম্ভব হত।’
১৯৮৪-র ৩১ অক্টোবর তাঁরই শিখ দেহরক্ষীর হাতে নিহত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। সেই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল। গুজরালের জন্মশতবার্ষিকী ওই অনুষ্ঠানেই মনমোহন জানান, ১৯৭৫-৭৭-এর জরুরি অবস্থার পরে কী ভাবে গুজরালের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭৫-এ গুজরাল দেশের তথ্যসম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন। কিছু সমস্যা তৈরি হওয়ায় তাঁকে সরিয়ে যোজনা কমিশনের প্রতিমন্ত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়। সে সময় দেশের অর্থমন্ত্রকের উপদেষ্টা ছিলাম আমি। তখন থেকেই আমাদের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে।’
গতকালের এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। ১৯৯৮-তে গুজরাল পরিচালিত সরকার থেকে সমর্থন তুলে নেওয়া সংক্রান্ত কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রণবের মন্তব্য, যদি সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হত, তা হলে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারত না। তবে মনমোহনের এই দাবি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে।