নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সরব বিরোধি রাজনৈতিক দলগুলি। সংসদে এককাট্টা কংগ্রেস, তৃণমূল সিপিআইএম-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। তবে বিরোধিতা সত্ত্বেও দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব বিল পাস করাতে বদ্ধ পরিকর বিজেপি সরকার। এই আবহেই এবার এই বিলের বিরোধিতায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।
এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বাইচুং জানান, তিনি এবং তাঁর হামরো সিকিম পার্টিও এই বিলের বিরোধিতা করবে। শুধু তাই নয়, রাজ্যের বিজেপি সরকারও যাতে এই বিলের বিরোধিতা করে সেই বিষয়ে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন বলে জানিয়েছেন বাইচুং। তিনি আরও বলেন, এই বিল আইনে পরিণত হলে ভবিষ্যতের জন্য ক্ষতিগ্রস্ত হবে তাঁর রাজ্য। ৪৩ বছর বয়সী বাইচুং হামরো কিকিম পার্টির প্রতিষ্ঠাতা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে যে সরব হবেন তিনি তা পরিষ্কার করে দেন পাহাড়ি বিছে। এই বিলকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী অনেক দিনের জন্য এই বিল তাঁর রাজ্য সিকিমকে তছনছ করে দেবে।
বাইচুঙের রাজ্য সিকিমে ধারা ৩৭১(এফ) বলবৎ। সেইবিষয়টি উল্লেখ করে বাইচুং বলেন, ‘আমাদের নিজস্ব সংবিধান রয়েছে। সিকিম সাবজেক্ট অ্যাক্টও রয়েছে। সেইমত আমাদের চলতে হয়। সেক্ষেত্রে যাঁরা নাগরিকত্বের বাইরে চলে যাবেন তাদের ক্ষেত্রে এটা অন্যায় হবে।’
এনআরসির বদলে সিকিম সাবজেক্ট আইডেন্টিফিকেশন পাওয়া জরুরি বলে মত প্রাক্তন ফুটবলারের। সিকিম বাংলাদেশের খুব কাছে। এখানে বাংলা ও অন্যান্য নর্থইস্ট রাজ্যগুলির অনেক এমন বিষয় রয়েছে যা এনআরসির ফলে ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সিকিম রাজ্যকে এর ফল খুব খারাপ ভাবে ভুগতে হবে বলে মনে করেন বাইচুং। তবে শুধু বক্তব্য পেশ করাই নয়, এই বিষয়ে যে কোমর বেঁধে নামতে চলেছেন তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন। রাজনৈতিকভাবে তাঁর দল হামরো সিকিম পার্টি এই বিলের বিরোধিতা করে সরব হবে। রাজ্যের সিকিম ক্রান্তিকারি মোর্চা-বিজেপি সরকারের ওপর চাপ সৃষ্টি করবে তাঁর দল। রাজ্য সরকার যাতে এই বিল রাজ্যে লাগু হতে না দেয় তার জন্য সবরকম অন্দোলন করা হবে তাঁর দলের তরফে। আশপাশের রাজ্যগুলোও যাতে এই বিলের সমর্থন না করে সেই বিষয়ে চেষ্টা চালিয়ে যাবে বাইচুঙের দল।