কিছুতেই রাশ টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। আজ শহরের বাজারে পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি। মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছেছিল ২১ ট্রাক পেঁয়াজ। সেখানে বুধবার রাতে কলকাতায় পৌঁছেছে মাত্র ১১ ট্রাক পেঁয়াজ। ফলে রাতারাতি জোগানের অভাবে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা করে বেড়ে গিয়েছে। অন্যদিকে, কাঁকুরগাছির সুফল বাংলা স্টলে সরকারি ভর্তুকির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৯ টাকা কেজি। তাই সুফল বাংলা স্টল থেকে সস্তায় পেঁয়াজ নিতে মানুষের লম্বা লাইন পড়েছে।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানিয়ে দিল, চলতি মাসে সঙ্কট শেষ হওয়ার সম্ভাবনা কম। কলকাতায় টাস্ক ফোর্সের সদস্যদের বক্তব্য, চাহিদার তুলনায় বাইরের রাজ্যগুলি থেকে পর্যাপ্ত জোগান না-আসাতেই সমস্যা। টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, ‘‘রাজ্যে প্রতিদিন ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ লাগে। সেখানে অর্ধেকও আসছে না।’’
দিল্লীতেও পেঁয়াজের দাম সেঞ্চুরি করে ফেলেছে। সংসদে এ দিন পেঁয়াজ নিয়ে সরব হন বিরোধীরা। তাঁদের প্রশ্নের মুখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, “মহারাষ্ট্রের মতো রাজ্যে বন্যার ফলে উৎপাদন মার খেয়েছে। দাম নিয়ন্ত্রণে সরকার কম দামে পেঁয়াজ সরবরাহ করছে। রফতানিও বন্ধ হয়েছে”। কিন্তু দাম কবে সাধারণের নাগালের মধ্যে আসবে তা নিয়ে কোনোও প্রতিশ্রুতি দিতে পারেননি তিনি।