আশঙ্কা ছিলই, সেই মতো রাজ্যপালের বিধানসভা সফর নিয়ে ফের একবার রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল। রাজভবনে পাঠানো দু’টি বিল সই না করার কারণে গতকাল ও আজ স্থগিত রয়েছে বিধানসভা। এমন অবস্থায় গতকাল হঠাৎই বিধানসভা সফরের পরিকল্পনা বানান জগদীপ ধনকর। সেই মতো এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বিধানসভার মূল ফটকের সামনে এসে পৌঁছে যান।
সাধারণত রাজ্যপাল ও রাষ্ট্রপতির জন্য বিধানসভার যে মূল গেট খুলতে হয়। তা এদিন খোলা হয়নি। বিধানসভার কর্মীরা জানান, তাদের কাছে ওই গেট খোলার কোনও নির্দেশ নেই। এরপর সেই গেটের সামনে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে রাজ্যের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার শুরু করেন।। তাঁর সঙ্গে যেটা করা হল সেটা ‘অগণতান্ত্রিক’। এই রাজ্যে গণতন্ত্র ভূ-লুণ্ঠিত, নিয়মমাফিক ইত্যাদি ইত্যাদি অভিযোগ শোনা যায় তাঁর গলায়। জগদীপ ধনকরের এই বিধানসভা ভবন সফর গিয়ে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের সাধারণ দরজা দিয়েই ঢুকে পড়েন রাজ্যপাল। ঢুকে লাইব্রেরীর দিকে যান তিনি।
তবে যাওয়ার আগে বলে যান, তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানতে চাইবেন কেন এমনটা করা হল? অন্যদিকে অধ্যক্ষ আগেই জানিয়েছিলেন, অন্য কর্মসূচি থাকায় তিনি এদিন উপস্থিত থাকতে পারবেন না। বিরোধী দলনেতা আব্দুল মান্নান চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। ফলে আক্ষরিক অর্থে এদিন বিধানসভায় ‘বয়কট’-ই করল রাজ্যপাল জগদীপ ধনকরকে।