নবীন প্রজন্মের গাড়ি কেনার চেয়ে ওলা-উবের ব্যবহার করার মানসিকতাই গাড়িশিল্পে বড়সড় প্রভাব ফেলেছে। এর আগে গাড়ি বিক্রি কমে যাওয়ার দায় এভাবেই ‘মিলেনিয়াল’ অর্থাৎ নতুন প্রজন্মের ঘাড়ে চাপিয়ে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এবার পেঁয়াজের মূল্যবৃদ্ধির দায় এড়াতে সীতারমণের মন্তব্য, তিনি পেঁয়াজই খান না!
প্রসঙ্গত, পেঁয়াজের দাম এখন ১৬০ ছুঁই ছুঁই। যার ফলে পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যা সমাধানে রাজ্য একাধিক উদ্যোগ নিলেও হুঁশ নেই কেন্দ্রের। এই পরিস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে নির্মলা বলেন, তিনি পেঁয়াজই খান না। তাঁর হেঁশেলে পেঁয়াজ আসে না। আর তাঁর এই বক্তব্যের পরেই সংসদে হাসির রোল পড়ে যায়। বিরোধীরা কটাক্ষও করেন।
পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে কী কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? বুধবার সংসদে দাঁড়িয়ে সেই প্রসঙ্গেই বক্তব্য রাখছিলেন নির্মলা। সেখানেই তিনি বলেন, আসলে আমি পেঁয়াজ বা আদা খাই না। আমার পরিবারের খাবারের মেন্যুতেও পেঁয়াজ খুবই কম থাকে। তাই পেঁয়াজের মূল্যবৃদ্ধি আমাকে ব্যক্তিগতভাবে ততটা বিব্রত করেনি। এমনকি পরিবারের মানুষও সেই নিয়ে বিশেষ ভাবিত নয়।
এই কথা শোনার পরেই সেখানে উপস্থিত সাংসদদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একজন আবার বলেন, ‘হ্যাঁ, বেশি পেঁয়াজ খেলে মানুষ খিটখিটে হয়ে যায়।’ সোশ্যাল মিডিয়াতেও ধেয়ে এসেছে একাধিক হাস্যকর মন্তব্য। নেটিজেনদের মধ্যে অনেকেই ট্রোল করেন অর্থমন্ত্রীকে।