মোদী জামানায় দেশের সংখ্যালঘুদের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসে। নাগরিকত্ব বিলের মাধ্যমে ‘অনুপ্রবেশকারী’দের নামে দেশের মুসলিমদেরই টার্গেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই একজন মুসলিম করণিককে সাসপেন্ড করা হয়েছে কোরান আবৃত্তির সভা বসানোর জন্য। তিনি কোরান আবৃত্তির সভা বসিয়েছিলেন মহকুমা শাসকের আদালতের অন্তর্গত নির্মীয়মাণ বাড়িতে বলে অভিযোগ।
জানা গিয়েছে, লায়েক আহমেদ (৫১) নামে করণিককে সাসপেন্ড করেছেন উত্তরপ্রদেশের জেলাশাসক অভিষেক সিং। কারণ একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এই করণিক আবৃত্তির সভা করা হয়েছে তহসিল বাড়ির ভেতরে। তদন্তে নেমে তার প্রমাণও পেয়েছেন জেলাশাসক। তাই এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু এটা কী সাসপেন্ড হওয়ার মতো অপরাধ?
এই কাজের জন্যই যে তাঁকে সাসপেন্ড করা হয়েছে যোগীর রাজ্যে বলে স্বীকার করে নিয়েছেন এডিএম (জুডিশিয়াল)। এই ঘটনা নিয়ে এখন ফুঁসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। কী এমন অপরাধ যে সাসপেন্ড করতে হল? উঠছে প্রশ্ন। দিনে দিনে বাড়ছে এহেন কাজের খতিয়ান। বিজেপি সরকার ধীরে ধীরে মানুষের মনে ত্রাসের সৃষ্টি করছে এমনই মত রাজনৈতিক মহলের।