চলতি বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ‘গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই’ স্লোগান তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তৃণমূলের সুরে সুর মিলিয়ে ইভিএম কারসাজি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিও৷ এবার শীতকালীন অধিবেশনে ফের ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোটের দাবি তুলল মমতার দল৷ আর তা নিয়েই লোকসভা ভোটের পর এই প্রথম গোটা দেশের ১৯টি বিরোধী দল একজোট হল রাজ্যসভায়। তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংসদে বিজেপি-বিরোধী এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। নির্বাচনী সংস্কার, ব্যালট ফেরানোর প্রস্তাবকে সামনে রেখে রাজ্যসভায় স্বল্পমেয়াদি আলোচনার জন্য যৌথ ভাবে নোটিস দিয়েছেন এই দলগুলির নেতারা।
এ নিয়ে তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বুধবার বলেন, ‘নির্বাচনী সংস্কারের বিষয় নিয়ে অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনা করে যৌথ পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন আমাদের নেত্রী। গত কয়েকদিনে আমরা কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, ডিএমকে, পিডিপি, টিআরএস-সহ প্রায় সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। কথা হয়েছে শিবসেনার সঙ্গেও। বিষয়টি নিয়ে নোটিস দিতে সকলেই রাজি হয়েছেন।’ ব্যালট ফিরিয়ে আনার দাবি অবশ্য নতুন কিছু নয়। তবে বিরোধী নেতারা মনে করছেন, একজোট হওয়ার বিষয়টি ইভিএম বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রে বিজেপির মুখের গ্রাস কেড়ে নেওয়ার পর হাওয়া এখন কিছুটা হলেও ঘুরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সংসদীয় রণকৌশল ঠিক করতে উনিশ দলের একজোট হওয়াটা গুরুত্বপূর্ণ।