তৃণমূল জমানায় গরিবি মিটেছে ৬ শতাংশ হারে। দারিদ্র দূরীকরণে দেশের মধ্যে সেরা বাংলা। নিজের ফেসবুক পেজে একথা জানিয়ে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ওই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রাজ্যে ২০১১-১২ থেকে ২০১৭-১৮ আর্থিক বছরে দেশের মধ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি কমেছে। জাতীয় পরিসংখ্যান অফিস অর্থাৎ এনএসও-র তথ্য অনুযায়ী এই খবর পাওয়া গিয়েছে। রাজ্যের অসংখ্য সামাজিক প্রকল্পের অধীন প্রান্তিক মানুষদের জীবনের মান উন্নয়ন ঘটানোর ফলেই এই কাজ সম্ভব হয়েছে। এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় গ্রাম ও শহর মিলিয়ে সার্বিক ভাবে দারিদ্র কমেছে ৬ শতাংশ হারে। গোটা দেশে যখন গড়ে দারিদ্রের হার বেড়ে গিয়েছে তখন বাংলার এই ছবিটা তাৎপর্যপূর্ণ বইকি। বিশেষ করে বড় রাজ্যগুলির মধ্যে বাংলাতেই দারিদ্র কমার হার বেশি। হিসেবমতো ২০১১-১২ আর্থিক বছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত এই পাঁচ বছরে বাংলায় সার্বিক ভাবে দারিদ্রের হার কমে হয়েছে ১৩.৯৮ শতাংশ। বলাই বাহুল্য, ২০১১ সালে পরিবর্তনের পর থেকে বাংলায় শাসনক্ষমতার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই কৃতিত্বও তাঁর নেতৃত্বাধীন সরকারেরই।