মোদী সরকারের আনা ‘আচ্ছে দিনে’ যেমন ধাপে ধাপে দাম বেড়ে মহার্ঘ হয়েছে এলপিজি বা রান্নার গ্যাস, তেমনি একই অবস্থা জ্বালানিরও। গত বছরে দেশের বাজারে লিটারে ৯০ টাকা ছাড়িয়েছিল পেট্রোলের দাম। এ বছরে তাকে ততটা বাড়তে দেখা না গেলেও, ডিসেম্বরের গোড়ায় চলতি বছরের সর্বাধিক অঙ্কে পৌঁছল জ্বালানির দর। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে পেট্রোলের দাম ছিল লিটারে ৭৭.৬১ টাকা। বছরের শুরুতে (১ জানুয়ারি) যা ছিল ৭০.৭৮ টাকা। অর্থাৎ, এগারো মাস পেরিয়ে নিট হিসেবে দর বেড়েছে লিটারে ৬.৮৩ টাকা।
অন্য দিকে, ১ ও ২ অক্টোবর কলকাতায় ডিজেলের দর ছিল ৬৯.৮৫ টাকা। যা এ বছরে সর্বাধিক। গত দু’মাসে তা কিছুটা নামলেও এখনও তা মহার্ঘই। মঙ্গলবার ডিজেলের দাম দাঁড়ায় ৬৮.১৯ টাকা প্রতি লিটার। বছরের শুরুতে যা ছিল ৬৪.৪২ টাকা। সব মিলিয়ে এ বছরে এখনও পর্যন্ত তা বেড়েছে ৩.৭৭ টাকা। পেট্রোপণ্য দু’টিতে শুল্ক কমানোর সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছে কেন্দ্র। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এ নিয়ে কোনও প্রস্তাব তাঁদের কাছে নেই। পণ্য দু’টিকে জিএসটির আওতায় আনা হবে কি না, সেই বিষয়টি জিএসটি পরিষদের ওপরেই নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।