দেশের সাধারণ মানুষের টাকা নয়ছয় করে বিদেশে গা ঢাকা দিয়ে আছেন এমন মানুষের সংখ্যা কম নয়। তাঁদের মধ্যে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা অন্যতম। এখনও পর্যন্ত আর্থিক দুর্নীতিতে নাম জড়ানো ব্যক্তিদের দেশে ফেরানোর ব্যাপারে তেমন কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি। এবার এই প্রসঙ্গে নিজেদের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিল কেন্দ্র। শুধু নীরব মোদিই নন, মোটা অঙ্কের আর্থিক প্রতারণায় অভিযুক্ত মোট ৫১ জন ব্যক্তি দেশ ছেড়ে পালিয়েছে, মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
মঙ্গলবার রাজ্যসভার কক্ষে ‘পলাতক আর্থিক অপরাধী’ সংক্রান্ত একটি লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে সেই ঋণ মেটাতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিবিআই, ইডি। তালিকায় রয়েছে কিংফিশার এয়ারলাইন্সের কর্তা বিজয় মালিয়া। হীরা ব্যবসায়ী নীরব মোদী, রয়েছেন মেহুল চোকসির মতো শিল্পপতিরা। প্রায় ১৮ হাজার কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বিজয় মালিয়ার বকেয়া ঋণের পরিমান প্রায় ন’হাজার কোটি টাকা, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মোট ১৩ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ আছে নীরব–চোকসিদের বিরুদ্ধে। বিজয় মালিয়া–নীরব মোদি–মেহুল চোকসিরা এখন রয়েছেন লন্ডনে। কেন্দ্রের এই স্বীকারোক্তির পরেই সরব হয়েছেন বিরোধীরা। সকলে বলছেন এবার অন্তত দেশ ছেড়ে পালিয়ে গেছেন যারা তাঁদের ফেরাতে কিছু করুন মোদী!